শিরোনাম
◈ অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি ৩০০ কোটি ডলার ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের শেষ দিন শনিবার, দিতে হবে যেসব তথ্য ◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গৃহবধূকে সরিষা খেতে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধুকে সরিষা ক্ষেতে তুলে নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ লম্পট যুবকের বিরুদ্ধে। ঘটনায় সাথে জড়িত ৪ লম্পট যুবককে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিষয়টা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, বুধবারের বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধু তার নিজের বাড়ি ডাবলাসুর মুকসুদপুর উপজেলার থেকে ভাঙ্গায় আসার পথে গণধর্ষণের শিকার হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের এজাহার মাতুব্বরের ছেলে সাইদুল মাতুব্বর, আইয়ুব মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর, পাচু মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের ইলু খাঁনের ছেলে নাসির খাঁন। 

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ তার গ্রামের বাড়ি ডাবলাসুর মোকসুদপুর উপজেলা থেকে ইজিবাইকে করে ভাঙ্গায় ফুফুর বাড়ি আসছিল। পথিমধ্যে ভাঙ্গা আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার সাথে সাথে পাঁচ বখাটে যুবক গৃহবধুকে জোরপূর্বক তুলে সরিষা ক্ষেতে নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণের শিকার হয়। পরে ভোর হলে গৃহবধূকে অচেতন অবস্থায় ফেলে সকল যুবকেরা পালিয়ে যায়। পরে (৩১ জানুয়ারি) সকালে তার স্বামীর বাড়ি মাদারীপুর জেলার শিবচরে চলে যায়। সেখানে থেকে পরদিন (১লা ফেব্রুয়ারি) ফুফুর বাড়ি ভাঙ্গা উপজেলার আউড়াকান্দা গ্রামে এসে ফুফুকে বিস্তারিত ঘটনা খুলে বলেন । এরপর ফুফু গৃহবধুর স্বামীকে বিস্তারিত ঘটনা বলেন। এরপর স্বামী ও পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে গতকাল বুধবার দুপুরে (১২ ফেব্রুয়ারি) ভাঙ্গা থানা এসে গণধর্ষণের অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ওই গৃহবধূ নিজে বাদী হয়ে ভাঙ্গা থানা এসে একটি গণধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। অভিযোগটি পাওয়ার সাথে সাথে আমি পুলিশের একটা টিম পাঠিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করি।  মেডিকেল পরীক্ষার জন্য  ওই গৃহবধূকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকি একজন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়