শিরোনাম
◈ করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন: এনবিআর চেয়ারম্যান ◈ হামজা চৌধুরী ৮ নম্বর জার্সি পরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে চান ◈ আদিতমারীতে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখলের চেষ্টা বিএনপি নেতার ◈ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ লাখ লাখ রোহিঙ্গার চোখে এখন স্বদেশে ফিরে যাওয়ার স্বপ্ন ◈ সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা ◈ ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ◈ ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ◈ বিএনপিকে এক-এগারো’র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান ◈ ব্যাংকের ঋণের ২৭ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে: কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে আ'লীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা দুইটার সময় সকলকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র- ছাত্রীদের উপর হামলার অভিযোগে (ভিডিও ফুটেজ দেখে সনাক্তকরণ) উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মো. ফজলুল হকের পুত্র মো. মাহবুবুর রহমান (৩১), নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছাগলদী গ্রামের  ফজলা মাতুব্বরের পুত্র কামরান মাতুব্বর (৩০), একই উপজেলার আওয়ামীলীগের সক্রিয় সদস্য কল্যাণপট্টি গ্রামের মৃত আঃ হালিমের পুত্র আব্দুল কুদ্দুস (৪০), ভাঙ্গা উপজেলার আওয়ামীলীগের সক্রিয় কর্মী মুনসুরাবাদ গ্রামের মৃত ফজলুল হক কুটি মিয়ার পুত্র লাভলু মিয়া (৫০), নিক্সন চৌধুরী সক্রিয় সদস্য কাপুড়িয়া সদরদী গ্রামের সাইফুর রহমান মুন্সীর পুত্র মো. সোহান মুন্সী (৩৮), ভাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোটপাড় এলাকার মৃত আইনউদ্দিনের পুত্র মো. শাহীন আলম (৫০), তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমাদ্দারপাড়া গ্রামের মৃত জয়নুদ্দিনের পুত্র আয়ূব ভূইয়া (৬৮) সহ  আরও দুইজন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, বুধবার রাতে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা সারা দেশের ন্যায় ভাঙ্গা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগ রয়েছে। বেলা দুইটার সময় সকল আসামিদেরকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়