শিরোনাম
◈ সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া ◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী ◈ ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি ◈ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা (ভিডিও) ◈ সব ধরনের শিল্পেই বাড়ছে গ্যাসের দাম! ◈ ৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া যাবে ◈ শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান-লাঠিচার্জ, আন্দোলন থেকে ১৪ জন আটক (ভিডিও) ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি ◈ আয়নাঘরে নির্যাতনে জড়িতদের চাকুরিচ্যুত করার আহবান চিফ প্রসিকিউটরের (ভিডিও) ◈ বিশেষ ‘ব্লক রেইড’  বিভিন্ন অপরাধে জড়িত  গ্রেফতার ১৬ 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিএনপি নেতা সেলিম গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট : লালমনিরহাট জেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক ও তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী এএসএম শামসুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী বিএনপি নেতা সেলিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসএম. শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মোট ২৮টি মামলার আসামী। তিনি হাতীবান্ধার মেসার্স এমএসএম ব্রিকস্ নামে একটি ইট ভাটার পরিচালক।

এর আগে বিকেলে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ এর নেতৃত্বে লালমনিরহাট সরকারী কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে রাতে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, এএসএম শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামী। তার বিরুদ্ধে ৩টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য ১২টি ওয়ারেন্টসহ মোট ১৫টি ওয়ারেন্ট রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়