শিরোনাম
◈ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি ◈ রাত ১টায় দুবাইয়ে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল ◈ মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর নির্দেশ খাদ্য উপদেষ্টার ◈ সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া ◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী ◈ ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি ◈ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা (ভিডিও) ◈ সব ধরনের শিল্পেই বাড়ছে গ্যাসের দাম! ◈ ৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া যাবে ◈ শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান-লাঠিচার্জ, আন্দোলন থেকে ১৪ জন আটক (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কয়লা কুয়ারিতে (গুহা/গর্তে) মো. রজব আলী (৪৫) নামে একজন বাংলাদেশি কয়লা শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল বুধবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য লাইন থেকে ১ কি:মি: ভারতের অভ্যন্তরে মেঘালয়ের কয়লার কুয়ারিতে (গুহা/গর্তে) এ ঘটনা ঘটেছে। নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের মৃত বাসিন্দা শমশের আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজিবি ও পুলিশ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার পরও ভোর রাতে বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় যান। সেখানে গিয়ে কাজ করা অবস্থায় মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে মারা যান মো. রজব আলী। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে বাংলাদেশের লাকমা পশ্চিম পাড়া নিজ বাড়ি নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। 

স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সকল অনিয়ম প্রতিরোধে মিটিং করা, বিভিন্ন ভাবে সহযোগিতা করাসহ নানান ভাবে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। এরপরও এমন দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার সচেতন বাসিন্দাগন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি কয়লা শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেন। সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রয়েছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়