শিরোনাম
◈ সরকারের সামনে যত চ্যালেঞ্জ ◈ পিকনিকে গিয়ে পার্ক কর্তৃপক্ষের হামলায় র.ক্তাক্ত ২০ শিক্ষার্থী (ভিডিও) ◈ আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেলেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (ভিডিও) ◈ কাসেমের লাশ সামনে রেখে শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি এলাকাবাসীর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাট কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথ অবরোধ করেছেন ছত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি)দুপুরের পর বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে আটকিয়ে অবরোধ করেন তারা। এতে করে এ রুটে অন্যান্য ট্রেনগুলো চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি স্থল বন্দর বুড়িমারী থেকে ঢাকা চলাচলের কথা থাকলেও শুরু থেকে ট্রেনটি লালমনিরহাট থেকেই ঢাকা যাতায়াত করছে। পরবর্তীতে জেলাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সেই সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করবে। সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থল বন্দর ও প্রতিটি উপজেলায় অনলাইনে ও কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ। কিন্তু গত ১১ফেব্রুয়ারী রেল বিভাগ হঠাৎ করে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করে। এতে করে ফুসে উঠে স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তুষভান্ডার রেল স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে দিয়ে রেল লাইন অবরোধ করেন। এরপরে দুপুরের আরো একটি ট্রেন আটকে দেয় বিক্ষোভকারী।

এসময় সাইফুল ইসলাম নামে স্থানীয় এক জনতা বলেন, বহুল প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আমরা এই বুড়িমারী রেল রুটে পেয়েছি। এই স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি করবে বলে টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রা বিরতি বাতিলের চিঠি পাঠায় রেল ভবন। যা তাদের একটি হঠকারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে পুনরায় যাত্রা বিরতি ঘোষণা ও টিকিট বিক্রি শুরু না করলে এ রুটে কোন ট্রেন চলাচল করতে দেবে না এলাকার মানুষ।

তুষভান্ডার রেল স্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু করা হয়েছে। হঠাৎ চিঠি পাঠিয়ে তা বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ ও যাত্রা বিরতি বাতিলের খবরে স্থানীয়রা রেল লাইনে বসে পড়েছে। বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন দির্ঘক্ষন স্টেশনে আটকা পড়ে আছে। ফলে এ রুটে সকল ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন বলেও জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত  আনোয়ার তুমপা বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি এই এলাকার মানুষের কথা বিবেচনা করে তুষভান্ডার রেলওয়ে স্টেশনে যেন যাত্রা বিরতি দেয় সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়