শিরোনাম
◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো দুটি  অবৈধ ইটভাটা, তিন লাখ টাকা জরিমানা 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে দুটি অবৈধ বাংলা ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় ইটভাটায় পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে দুটি ইটভাটা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিব্বির আহমেদ।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বায়ুদূষণ রোধে জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে কুশাখালীর মেসার্স আরাফাত ব্রিক্স ম্যানু: এর মালিক মো. জামালের এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং তেওয়ারীগঞ্জের মোহনা ব্রিক্স এর মালিক সবুজ মাঝির এক লাখ পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়াও অবৈধ ইটভাটাসমূহের চিমনি ভেঙ্গে পানি দিয়ে আগুন নিভিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেওয়াসহ ইটভাটা দুটি বন্ধ রাখার অঙ্গীকার সম্বলিত মুচলেকা আদায় করা হয়। বায়ুদূষণ রোধে জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান জেলা ও উপজেলা  প্রশাসন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়