শিরোনাম
◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে মহিষ চোর আতঙ্কে চরবাসী

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলা দৌলতখানে মদনপুর চরে গত তিন-চার মাসে মহিষের বাতান থেকে প্রায়  ৬০ টি মহিষ, বেশ কয়েকটি গরু, ছাগল, ভেড়া চুরির ঘটনা ঘটেছে। এতে মহিষ মালিকের মধ্যে চরম ক্ষোভ ও আতংকে বিরাজ করছে। এছাড়াও হাজিপুর ও নেয়ামতপুর চর থেকেও বেশ কয়েকটি মহিষ চুরির ঘটনা ঘটে। গত সোমবার রাতে মোঃ জুয়েল নামের এক মহিষ চোরকে ৭টি মহিষসহ আটক করে চরের লোকজন। তার বাড়ি নোয়াখালীর জনতা বাজার এলাকায়। পরে তাকে স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মদনপুর চরের মহিষ মালিক শাহে আলম জানান, এ পর্যন্ত তার দুইটি, লিসকনের দুইটি, ইসরাফিলের ৫টি, নোমানের দুইটি, ওই চর থেকে মহিষ চুরি হয়। এখনও মহিষের সন্ধান পাইনি তারা। রাতের আঁধারে মহিষের বাতান থেকে মহিষগুলো চুরি হয়। বর্তমানে তারা মহিষ পালনে আতঙ্কে ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হইনি। এমন অবস্থায় তারা মহিষ পালনে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে। একদিকে মহিষের রোগবালাই অন্যদিকে মহিষ চুরি, এতে দুশ্চিন্তায় রয়েছেন মহিষ মালিকরা।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ মহিষ চুরির বিষয় লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়