ইফতেখার অলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে ২ জনসহ মোট ২০ জন গ্রেপ্তার হয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধের জন্য রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালানো হয়। অভিযানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছেন।
এছাড়া, আরএমপির পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন মাদক মামলায়, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী, এবং ৪ জন অন্যান্য অপরাধের দায়ে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতরা হলেন মো: শফিকুল ইসলাম (৪৭) এবং মো: শহিদুল ইসলাম (৩৫)। শফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ছিলেন। অপরদিকে, শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :