শিরোনাম
◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ গ্রেপ্তার ২০

ইফতেখার অলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে ২ জনসহ মোট ২০ জন গ্রেপ্তার হয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধের জন্য রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালানো হয়। অভিযানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া, আরএমপির পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন মাদক মামলায়, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী, এবং ৪ জন অন্যান্য অপরাধের দায়ে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতরা হলেন মো: শফিকুল ইসলাম (৪৭) এবং মো: শহিদুল ইসলাম (৩৫)। শফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ছিলেন। অপরদিকে, শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়