শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায়  একজনের মৃত্যু

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দুই রেললাইনের মাঝখান দিয়ে হাঁটার সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হন।
 
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪০) । তিনি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ।
 
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর পা পিছলে সামনে থাকা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবার নিকট হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়