শিরোনাম
◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ মধুপুরে ছেলের হাতে গর্ভধারিণী মা নিহত ও স্ত্রী আহত ◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায়  একজনের মৃত্যু

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দুই রেললাইনের মাঝখান দিয়ে হাঁটার সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হন।
 
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪০) । তিনি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ।
 
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর পা পিছলে সামনে থাকা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবার নিকট হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়