শিরোনাম
◈ ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার ◈ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও) ◈ সেভেন সিস্টার্সের বন্দর নাই, তাই কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা! ◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প! ◈ রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার ◈ ১০ জন নিয়েও আল নাসরের জয়, রোনালদোর ৯২৮তম গোল ◈ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে ◈ ইমাদ ওয়াসিমের দাবি, পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূর অজান্তেই অর্ধনগ্ন ভিডিও ধারণ ও একাধিকবার ধর্ষণ, ফাঁসের ভয় দেখিয়ে অর্ধকোটি টাকা আদায়!

ফেনীর সোনাগাজীতে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন শুভ্র নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার ইসমাইল মোবারক হোসেনের ছেলে।

এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আখন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে মোবাইল, একাধিক সীম, হার্ডডিক্স, ট্যাব,পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। যেগুলো অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়।  

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে ২০১৮ সালে প্রবাসী খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তার স্বামী ইরাকে চলে যান। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। স্ত্রীর ব্যাংক একাউন্ট না থাকায় মা-বাবার চিকিৎসা ও তার পরিবারের জন্য বন্ধু হারুন মিয়াজীর একাউন্টে প্রতিমাসে টাকা পাঠাতেন সাগর। হারুন সেই টাকা নিয়ে সময়-অসময়ে প্রবাসীর বাড়িতে আসা যাওয়া করতেন। এ সুযোগে বাড়ির সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসীর বাড়িতে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ লাগানোর কথা বলে বাড়িতে যায় হারুন ও তার আরেক বন্ধু নুসাইপা গিফট কর্ণার এন্ড স্টুডিওর পরিচালক জাকির হোসেন সুভ্র।

সম্প্রতি সাগরের স্ত্রী তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়লে তার অজান্তেই প্রবাসীর স্ত্রীর অর্ধনগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্লাক-মেইলিং শুরু করেন হারুন। প্রবাসীর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রথম ধাপে ৫০ হাজার টাকা নেয়। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। তাকে ভিডিও এডিটিংসহ নানানভাবে সহযোগিতা করেন মোবাইল মেকানিক শুভ্র।

হারুন আপত্তিকর ভিডিও দেখিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে জমি ক্রয়ের জন্য পাঠানো ৩০ লাখ টাকা, ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার  হাতিয়ে নেয়। পরে হারুন প্রবাসে যাওয়ার সময় তার কাছে থাকা ভিডিও তার বন্ধু শুভ্রর কাছে দেয়। শুভ্রও সুযোগটিও কাজে লাগায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, বন্ধু হয়ে আমার প্রবাসে অর্জিত সমস্ত টাকা আত্মসাৎ করেছে। তারা আমার স্ত্রীকে ব্লাকমেইল করে ছোট মেয়েকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে ব্রাক ব্যাংক থেকে ৬ লাখ টাকা ও খালেদা আক্তার নামে নারীর কাছ থেকে সুদের উপর ৩ লাখ টাকা ঋণ নেয়। এভাবে তারা দুইজনেই আমার প্রায় ৬০ লাখ টাকারও বেশি টাকা হাতিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়ে পথের ভিখারি বানিয়েছে। উৎস: দেশরুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়