শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ 

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত (১০ ফেব্রুয়ারি) সোমবার  গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে  ১জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

গত  শনিবার (২৫ জানুয়ারি)উপজেলার কান্দি  ইউনিয়নের মাচারতারা গ্রামের এ ঘটনা ঘটে।  মামলাসূত্রে জানা গেছে, গত শনিবার ( ২৫ জানুয়ারি) ওই স্কুল ছাত্রীকে বাড়িতে রেখে  মা ও বাবা জমিতে কাজ করতে যায়। এই সুযোগে মাচারতারা গ্রামের সুরেশ পান্ডে ছেলে বখাটে শংকর পান্ডে (২৩) ঘরে ঢুকে দরজা আটকিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের  শিকার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা স্থানীয় হোমিও চিকিৎসকের কাছে গিয়ে ওই ছাত্রীর  চিকিৎসা করায়। 

ওই স্কুল ছাত্রীর পিতা জানান, এ ঘটনার পরে এলাকার ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও বাবু দফাদারকে জানাই। তারা এই দুইজন সালিশের মাধ্যমে মীমাংসা করে দেবে বলে আমাকে মামলা না করার জন্য আশ্বাস দেন । কিন্তু কয়েকদিন হয়ে গেলও তারা আমাকে এই ঘটনার  কোন সমাধান করে দেয়নি। যার কারণে আমাদের মামলা দায়ের করতে দেরি হয়েছে। এই ঘটনায় আমি বখাটে শংকর পান্ডের  শাস্তি চাই। 

ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, এ ঘটনা শোনার পরে আমি তাদের বাড়িতে গিয়েছি । তবে আমি তাদের  এই ঘটনা মীমাংসার আশ্বাস দেইনি।  এ ব্যাপারে জানার জন্য শংকর পান্ডের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। 

কোটালীপাড়া থানার ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আদালত থেকে এখন পর্যন্ত কোন মামলার কপি পাইনি। মামলার কপি হাতে  পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়