শিরোনাম
◈ আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক ◈  নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক ◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শত বছরের পূণ্যস্নানে ঢল পূণ্যার্থীদের

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। এখানকার পূণ্যস্নান শত বছরের পুরোনো ঐতিহ্য। ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আসেন পুণ্যার্থীরা।
 
বুধবার  (১২ ফেব্রুয়ারি)  উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালীমন্দির ঘেঁষে কুমার নদে  পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ মেলা।
 
প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অন্যতম পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। মাঘী পূর্ণিমা তিথিতে এ পূণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ  মোচন করেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে হাজারো ভক্তরা অংশ নেন।
 
গঙ্গাস্নান এর অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র,  আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়।
 
কররা কালী মন্দিরের পুরোহিত জানান, গঙ্গাস্নান এর অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়।
 
ফরিদপুর  থেকে আসা অর্ক চক্র বর্ত্তী   জানান, আমি পূণ্যস্নানে করতে এসেছি। তবে ভালো লাগছে।  বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, কয়ড়া কালী বাড়িতে   পূণ্যস্নানে উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে।মেলায় বিশৃঙ্খলা এড়াতে  আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত আছে। 
 
কয়রা কালী মন্দির কমিটির সভাপতি বাবু সুভাষ সাহা জানান, এখানকার পূর্ণস্নান শত শত বছরের পুরোনো ঐতিহ্য। এবছর কুম্ভমেলার সাথে গঙ্গা স্নান অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা ভাগ্যবান।তিনি আরো বলেন, ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে আসে পূন্যার্থীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়