শিরোনাম
◈ আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক ◈  নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক ◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

মো :আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা থেকে কালিয়াকৈরই আঞ্চলিক সড়কে মোটরসাইকেল মাক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী মোঃ আলী আজগর (৫০) নামে একজনে মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১২ফেরুয়ারী) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আজাহার ইসলাম।

নিহত আলী আজগর উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের নুরুল হক মাস্টারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই (এনজিও) জিরানী শাখার শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিল। বর্তমানে সে ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় বসবাস করেন।

পরিবার সুত্রে জানা যায়, আজ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্য ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় থেকে মোটরসাইকেল যোগে জিরানী যাওয়ার উদ্দেশ্য ভাড়ারিয়া ইউনিয়নে বাঙ্গালপাড়া এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলর তিনি মৃত্যু বরণ করেন। 

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহার ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে নিহতের বাড়ীতে যায়। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তা প্রেরক- মোঃ আদনান হোসেন, ০১৭১৩৫৮২০০১

  • সর্বশেষ
  • জনপ্রিয়