শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন  ◈ শিল্পের পর আবাসিকেও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব  ◈ আয়নাঘরে বন্দী থাকা কক্ষ শনাক্ত করে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৮৬ ◈ ড. ইউনূস-মোদির আরব আমিরাতে বৈঠক হবে কি? ◈ বাজারে সয়াবিন তেলের সংকট কতদিনে কাটবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় দু’দফা সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ আহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজছাত্রসহ উভয় পক্ষের দুইজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে এক পক্ষের লোকজন হামলা করে আহত ব্যক্তিকে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উভয় পক্ষের আহত দুই ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকির (২৪)সহ তিন সহোদয় জন্মনিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যান যোগে গোপালপুর বোর্ড অফিসের সামনে গেলে, সেখানে একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজা ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী রিফাত হোসেন (২৫)সহ সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন।

এসময়  মোহাম্মাদের অটো ভ্যানচালক বেল্ড দেওয়া নিয়ে চালকের সাথে রিফাতদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত হোসেন ও মোহাম্মাদ ফকিরদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম পাশের কান কামড়িয়ে কিছু অংশ তুলে ফেলেন। আহত অবস্থায় রিফাতকে সহপাঠীরা আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। এর কিছুক্ষণ পর আহত  মোহাম্মাদকে তার ভাইয়েরা হাসপাতালে আনলে এসময় রিফাতের বন্ধুরা তাদের উপর হামলা চালায়। হামলায় আহত মোহাম্মাদ গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

অতঃপর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারে পাঠায়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হাসপাতালে হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কোনো পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়