শিরোনাম
◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে ◈ গাজীপুরে আ. লীগের হামলায় এক শিক্ষার্থীর মৃত্যু, হাসনাতের কড়া বার্তা ◈ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে ছুটিতে  এসে  দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

সৈকত শতদল, জেলা প্রতিনিধি : মোটরসাইকেল দুর্ঘটনায়  মো. আজিজুল ব্যাপারি (২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর নতুনরাস্তা এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আজিজুল ব্যাপারি আলীপুর ইউনিয়নের বারোবাকপুর গ্রামের মোস্তফা ব্যাপারির ছেলে। তিনি সিলেট জালালাবাদ সেনানিবাসে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটে সৈনিক পদে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় নয়ন ও হাসান নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, আজিজুল ব্যাপারি মোটরসাইকেল চালিয়ে গোয়ালন্দ মোড়ের দিক থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল নয়ন নামে এক বন্ধু। নতুন রাস্তা এলাকায় পৌঁছালে এক পথচারী মহাসড়ক পার হতে গিয়ে আজিজুলের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। পথচারীকে ধাক্কা দেয়ার পর আজিজুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু নয়ন এবং পথচারী হাসানও আহত হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক সেনা সদস্য আজিজুলকে মৃত ঘোষণা করেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়