শিরোনাম
◈ পুলিশের সামনেই চিঠিতে ‘ভাইকে গোপন বার্তা’ দিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ◈ আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার ◈ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান ◈ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পন্টিং ◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে ◈ গাজীপুরে আ. লীগের হামলায় এক শিক্ষার্থীর মৃত্যু, হাসনাতের কড়া বার্তা ◈ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় বিষপানে মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারায় কীটনাশক খেয়ে হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোর ৪ টায় ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ফোরকান বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে।

সে আনোয়ারা আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার শটকোর্সে মুতাকাফারা বিভাগের শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারী ওই শিক্ষার্থী বিষপান করে বলে জানা যায়। এঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাওলানা রফিকুল ইসলাম (৩২) নামের এক শিক্ষককে আটক করেন।মাদ্রাসার পরিচালক মাওলানা সোহেল সালেহ বলেন, কয়েক মাস আগে ওই শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হয় সে মাদ্রাসার আবাসিকে থাকে, গত ৩ তারিখ আবাসিকের অন্যান্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনলে মাদ্রাসার শিক্ষক তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে আনোয়ারা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়।

মঙ্গলবার জানতে পারলাম ছেলেটি মারা গেছে। বিষয়টা দুঃখজনক। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী নয়। কিন্তু কিছু লোক মাদ্রাসার সুনাম নষ্ট করতে বিষয়টির সাথে মাদ্রাসাকে জড়ানোর চেষ্ঠা করছে। এবিষয়ে নিহতের চাচা ও মামলার বাদীকে ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শিক্ষকের মানষিক নির্যাতনে অপমানে ওই শিক্ষার্থী বিষপান করেছে দাবী করে নিহতের চাচা মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়