ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের শেখ কামাল হোসেন, কালীগঞ্জ উপজেলার খড়িখালী গ্রামের আতাউর রহমান, কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, মহেশপুর উপজেলার সেবানন্দপুর গ্রামের রওশন আলী এবং কেশবপুর গ্রামের তোফাজ্জেল হোসেন।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগ নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।