শিরোনাম
◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি! ◈ বাংলাদেশে কি উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে? ◈ ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার ◈ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও) ◈ সেভেন সিস্টার্সের বন্দর নাই, তাই কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা! ◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ৯৭ কেজি গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : র‍্যাব-৫ এর সদস্যরা বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সবুজ (৩২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)। মঙ্গলবার (১১ ফেব্রুয়রি য়ারি) দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১০ফেব্রুয়রি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় একটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

থানা ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় অবস্থান করা একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ সময় ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়