শিরোনাম
◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও) ◈ করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের ◈ স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ৯৭ কেজি গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : র‍্যাব-৫ এর সদস্যরা বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সবুজ (৩২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)। মঙ্গলবার (১১ ফেব্রুয়রি য়ারি) দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১০ফেব্রুয়রি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় একটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

থানা ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় অবস্থান করা একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ সময় ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়