শিরোনাম
◈ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ◈ ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী কথা হতে পারে? ◈ ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য ◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সাজে প্রকৃতিকন্যা জাফলং

শাহ আলম,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি : খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতিকন্যা জাফলং সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে সাজানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরও আকর্ষণীয়। সীমান্তের ওপারে ভারতের ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেলপানি,উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নীরবতার কারণে পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে।

এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতিকন্যা জাফলংয়ে জিরোপয়েন্ট, মায়াবীঝর্ণা,চা বাগান,খাসিয়াপুঞ্জি, ঝুলন্ত ব্রীজ ছাড়াও জাফলংয়ে  নতুন যোগ হয়েছে আই লাভ জাফলং, জিরোপয়েন্ট জাফলং, ওয়েল কাম টু খাসিয়াপুঞ্জি ভিউ পয়েন্ট। এগুলো তৈরি করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।  ভ্রমণপিয়াসীদের কাছে জাফলংকে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতিকন্যা জাফলংয়ের রূপলাবণ্য যেন ভিন্নমাত্রায় ফুটে ওঠেছে। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পর্যটকরা ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, সেলফি তুলে মোবাইলে স্মৃতি হিসেবে রাখছেন।

খুলনা থেকে ফ্যামিলি ট্যুরে এসেছেন আলি হোসেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে জাফলংয়ে এসেছি। এর আগে আমরা দুই বার বেড়াতে এসেছি। এই বছর জাফলংকে অনেক পরির্বতন দেখা গেছে। এখানকার সবুজ পাহাড় ও স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগ করতে আসা।

বগুড়া থেকে বেড়াতে এসেছেন আবুল হাসনাত। তার সঙ্গে আলাপকালে জানালেন, এলাকার ৬ জন বন্ধু একসঙ্গে জাফলংয়ে বেড়াতে এসেছেন। জাফলংয়ের পাহাড় ও নদীর সৌন্দর্যের টানেই তারা এসেছেন। ভিউ পয়েন্ট ছবি তুলে আমাদের খুব ভালো লেগেছে।

জাফলং ট্যুরিস্ট গাইড এন্ড হ্যান্ড বোড যুব সংঙ্গের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, আমরা প্রতিদিন পর্যটক নিয়ে জাফলংয়ের বিভিন্ন স্পটে যাই। পর্যটকদের চাহিদা মত তাদেরকে গাইড করি আর ছবি তুলে দেই। জাফলংয়ে নতুন ভিউ পয়েন্ট করাতে পর্যটকরা দেখে আনন্দিত হয়ে থাকেন। ভিউ পয়েন্ট করাতে উপজেলা প্রশাসনকে আমার সংঘঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, ভ্রমণে আসা পর্যটক দর্শনার্থীদের নির্ভেজাল খাবার পরিবেশন এবং ন্যায্য মূল্যে সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। পর্যটকরা আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। তাদেরকে সম্মানের সহিত পরিদর্শনসহ সেবার মানসিকতা প্রদর্শন করলে অত্রাঞ্চলের পর্যটন স্পটে পর্যটকের উপস্থিতি আরও বাড়বে। সে লক্ষ্যেই আমারা কাজ করছি।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো.শাহাদাত হোসেন বলেন, প্রকৃতিকন্যা জাফলং পর্যটন স্পটসমূহে বেড়াতে আসা দর্শনার্থীদের অনেক দিনের আসা ছিলো কিছু ভিউ পয়েন্ট থাকলে ভালো হত। এখন আই লাভ জাফলং,জিরোপয়েন্ট জাফলং,ওয়েল কাম টু খাশিয়াপুঞ্জি সহ বেশ কিছু ভিউ পয়েন্ট হয়েছে জাফলংয়ে। দেশের বিভিন্ন জায়গা থেকে বেরাতে আসা পর্যটকরা মন খুলে জাফলংয়ে সৌন্দর্যকে উপভোগ করতে পারে। জাফলংয়ে শীত এবং বর্ষায় ভিন্ন রূপ ধারণ করে  এই কারণে পযর্টকরা ভ্রমণ করে আনন্দ পায়। পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সব সময় কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়