শিরোনাম
◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার! ◈ সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ◈ রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার ◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন দুর্ঘটনায় যত মানুষ মারা যান, যুদ্ধেও এত মানুষ মরে না: ইলিয়াস কাঞ্চন

শেখ সেকেন্দার আলী,পাইকগাছা : খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধ কল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বাংলাদেশে যত মানুষ মারা যান, যুদ্ধেও এত মানুষ মরে না(রাশিয়া ইউক্রেন)। ৩২ বছর আগে আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। আমার দুটি বাচ্চা ছিল সাথে। আমি আমার সন্তানের মত কাউকে তার পরিবারকে হারাতে দিবো না। সেই থেকে সড়ক দুর্ঘটনায় রোধে আন্দোলন করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সড়কে চলাচলকারী ও ড্রাইভারকে নিয়ম মানতে হবে। এসময় সামনে উপস্থিত শিক্ষাথীদের উদ্দেশ্য বলেন, তোমরা আমার কথা শুনে সবাইকে সচেতনতায় এগিয়ে যাবে। এছাড়াও তিনি মটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলাই উদ্বেগ প্রকাশ করে বলেন, হেলমেট বিহীন মটরসাইকেল চলা চলে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার সকালে কপিলমুনি ধান্য চত্ত্বরে নিসচা উপজেলা সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা ৬ জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস)নিসচা'র মহাসচিব আজাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। নিসচা উপজেলা সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নিরাপদ সড়ক চাই উপজেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অজয় সাধু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, সেলিম মোড়ল, অর্থ সম্পাদক মানিক লাল সিংহ, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম গাজী। এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ও হরিঢালীর বিভিন্ন স্কুল কলেজের প্রধান ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়