কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের অপারেশন ডেভিল হান্টে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।
তারা তিনজনই নাশকতা মামলার আসামি বলে নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন পুকুরিয়া ইউনিয়নের মুন্সী পাড়া এলাকার নুরুল আলমের পুত্র মোহাম্মদ ইদ্রিস, বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাহারছড়া এলাকার মৃত গোলাম ফয়েজের পুত্র মমতাজ উদ্দীন ও শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী এলাকার রফিক উদ্দীনের পুত্র জমির হোসেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হওয়া নাশকতা মামলার আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :