শিরোনাম
◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ মধুপুরে ছেলের হাতে গর্ভধারিণী মা নিহত ও স্ত্রী আহত ◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুর হাটি গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।  

গ্রেপ্তার ওই নেতা হলেন, কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু। এছাড়াও তিনি অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি। 

জানা যায়, গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই নেতা। পরে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন রাজীব। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তার রাজীবকে আদালতে পাঠানো হয়েছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়