শিরোনাম
◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ ◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু, ৩ জন গুরুতর আহত

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আকমল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আলহাজ্ব মোড় সংলগ্ন ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকমল হোসেন দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাবের আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদীগামী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই আকমল মারা যান। এ ছাড়া অটোরিকশার চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহত আকমলের বন্ধু মো. ইমরুল হাসান জানান, ‘দাশুড়িয়ায় আকমলের একটি টেইলার্সের দোকান ছিল। সকালে দোকানের মেশিন মেরামত করতে ঈশ্বরদী বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি বলেন, আকমলের মৃত্যু খুবই মর্মান্তিক।’ ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়