শিরোনাম
◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও) ◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮ ◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও) ◈ আধিপত্য থেকে বৈধতার সংকটে আওয়ামী লীগ! ◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবাধে চলছে অটোরিকশা, যানজটে চরম ভোগান্তিতে জনগন

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে:ধামরাই য়ে থামছে না অটোরিকশা, যানজটে চরম ভোগান্তিতে জনগন। বিশৃঙ্খল পরিবেশে চলছে ব্যাটারিচালিত থ্রি -হুইলার। এসব নিয়ন্ত্রণে পৌরসভা, সাভার হাইওয়ে পুলিশ, গ্লোড়া হাইওয়ে পুলিশের কোনো উদ্যোগ নেই। সড়ক-মহাসড়কে বেপরোয়াভাবে চলছে এসব যান। বেপরোয়া চলাচলের কারণে একদিকে যানজট, অন্যদিকে এসব যান কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ।পুলিশ চাইলে ঢাকা-আরিচা মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে এনে যানজট নিরসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী।

ধামরাই বিভিন্ন সময়ে অটোওয়ালা সেজে ছিনতাই করছে একদল দুষ্কৃতিকারী। সড়কে এদের রাজত্ব, পুরো সড়ক এখন অটোর দখলে। সরকারিভাবে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে তাদের নৈরাজ্য বাড়তেই থাকবে বলে মন্তব্য করছেন এলাকাবাসী। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সরকারের হস্তক্ষেপ জরুরি। সরেজমিনে ঘুরে জানা যায়, ধামরাই উপজেলার সড়কে এসব অবৈধ গাড়ি দিন দিন বেড়েই চলছে। সড়কে অটোরিকশার ধাক্কায় ঘটছে হতাহতের ঘটনা। আবার ছিনতাইচক্র অটোওয়ালা সেজে রাতের আঁধারে গাড়িতে যাত্রী নিয়ে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব কেড়ে নিচ্ছে। ধামরাইয়ে কত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলছে এর সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। 

অদক্ষ এসব গাড়িচালকরা মানছে না ট্রাফিক আইন। খেয়ালখুশি মতো চলছে। ফলে সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কে জ্যাম লাগার অন্যতম কারণও এসব গাড়ি। কৌশলে বিদ্যুৎ চুরি করে অটোর চার্জ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা  বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে যেমনি বিশৃঙ্খলা তৈরি করছে, তেমনি মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে। এসব গাড়ির উৎপাদন বন্ধ করতে গাড়ির ব্যাটারি ও যন্ত্রাংশের আমদানি বন্ধ করতে হবে। এ ছাড়া অটো চালকরা রাতে গাড়ি ভাড়া নিয়ে ছিনতাই কাজে ব্যবহার করছে। পুলিশি ঝামেলার কারণে কেউ থানায় যাচ্ছে না।

এ বিষয়ে গ্লোড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, সড়ক পরিবহন আইনে গত মাসে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মহাসড়কে যেসব অটো চলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । এ ছাড়া প্রতিনিয়ত গাড়ি ডাম্পিং করা হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি।  আর ছিনতাইয়ের বিষয়ে তিনি আরো বলেন, ছিনতাই কারী ধরা হচ্ছে। ছিনতাইরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়