আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯৭কেজি ৮শ গ্রাম গাঁজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বহনকারি একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা একটি ট্রাকে তল্লাশী করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২) ও কিশোরগঞ্জ জেলা সদরের লঘু নন্দনপুর গ্রামের
আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৫ রাজশাহি ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে বগুড়া-নওগাঁ মহাসড়কের
আদমদীঘি উপজেলার অদুরে ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬ নম্বর ট্রাক তল্লাশি করে ট্রাকের চালকের সিটের কেবিনের নীচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও মাদক বহনকারি ট্রাক জব্দ করে রাতে আদমদীঘি থানায় সোর্পদ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :