নাটোরে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে শিউলীকে আটক করা হয়।
এর আগে ওইদিন দুপুরে বড়াইগ্রাম থানার মূল ভবনের ফটকে নেচে নিজের টিকটক ভিডিও তৈরি করেন আওয়ামী লীগের এই নেত্রী।
শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগ নেত্রী শিউলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :