শিরোনাম
◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও) ◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮ ◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও) ◈ আধিপত্য থেকে বৈধতার সংকটে আওয়ামী লীগ! ◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ফয়সাল চৌধুরী, মিরপুর ও ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে অপারেশন ডেভিল হান্টে পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
 
ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মমিনুল ইসলাম। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন- মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তেঘরিয়া এলাকার বেনজির আহমেদ পলাশ, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুশা, কুর্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আওয়ামী লীগের পোড়াদহ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজরাহাটি এলাকার বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন দুলাল ও মিরপুর পৌরসভার আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক পল্টুকে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে মিরপুর উপজেলার মালিহাদ ঝুটিয়াডাঙ্গা এলাকায় নাশকতার প্রস্তুতিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় অনেকেই পালিয়ে যায়।গ্রেফতারকৃত সকলেই আওয়ামী লীগের পদধারি নেতাকর্মী। এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চারটি রামদা, বারটি বাঁশের লাঠি, ছয়টি রডের টুকরা, আধা বস্তা ইটের টুকরা পাওয়া গিয়েছে।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, গতরাতে নাশকতার প্রস্তুতিকালীন সময়ে আওয়ামী লীগের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাকিদের গ্রেফতারের অভিধান অব্যাহত রয়েছে। আসামিদের মিরপুর থানায় একটি নাশকতার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়