কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে জিরোলাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করেছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে আগাম কোনো তথ্য না জানানোয় সিসি ক্যামেরা স্থাপনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ নাম্বারের সাব পিলার ৯ এর পাশে জিরোলাইনে একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতের ছোট গাড়লঝড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
আজ সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে এর প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলে। এ বিষয়ে বিএসএফকে লিখিতভাবে চিঠিও দিয়েছে বিজিবি। বিকেলে এ বিষয়ে বিজিবি–বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাসুদুর রহমান জানান, সীমান্তে জিরোলাইনে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন :