শিরোনাম
◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ ◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভ দ্য চিলড্রেন প্রকল্পের সাবেক পরিচালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন প্রকল্পের সাবেক পরিচালক উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক।তাদের মধ্যে একজন প্রবাসে ও আরেক ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, বন্দর এলাকার একজন কাজের মহিলা তাদের বাসায় কাজ করেন। অফিস শেষে রাত ৯টায় বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা লক করা। পরে পাশের ফ্ল্যাটের লোকজন নিয়ে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন বাবার গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। 

দুর্বৃত্তরা আলমারি থেকে তার মায়ের রেখে যাওয়া ১৪/১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে বলেও জানান উজ্জ্বল কুমার রায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়