শিরোনাম
◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮ ◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও) ◈ আধিপত্য থেকে বৈধতার সংকটে আওয়ামী লীগ! ◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ◈ গাজীপুরে ৮১ জন গ্রেফতার অপারেশন ডেবিট হান্টের ৩য় দিনে ◈ ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি (ভিডিও) ◈ বাধার মুখে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে ফিরে এল র‍্যাব ◈ জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত ◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভ দ্য চিলড্রেন প্রকল্পের সাবেক পরিচালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন প্রকল্পের সাবেক পরিচালক উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক।তাদের মধ্যে একজন প্রবাসে ও আরেক ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, বন্দর এলাকার একজন কাজের মহিলা তাদের বাসায় কাজ করেন। অফিস শেষে রাত ৯টায় বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা লক করা। পরে পাশের ফ্ল্যাটের লোকজন নিয়ে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন বাবার গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। 

দুর্বৃত্তরা আলমারি থেকে তার মায়ের রেখে যাওয়া ১৪/১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে বলেও জানান উজ্জ্বল কুমার রায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়