শিরোনাম
◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ ◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি বাহারুল আলমের সঙ্গে রাজশাহী পুলিশের গুরুত্বপূর্ণ সভা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে আইজিপি বাহারুল আলমকে সম্মান প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করেন আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি প্রশিক্ষিত দল। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এ সময় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইজিপি বিশেষ করে বর্তমানে সারাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তা প্রতিরোধের জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কার্যক্রম আরও ফলপ্রসূ করার জন্য দিকনির্দেশনা দেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আরএমপি সদর দপ্তরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়