শিরোনাম
◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাসহ আটক ৪

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থেকে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ শহর ও পূর্বধলা উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪২), সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ (২৩), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবর (৪৪) ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৫)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। একই রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ওই ৪ জন সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলার আসামি। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়