শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে শ্রমিক নেতা আজিজ হত্যা মামলার আসামি আতশি বেগম গ্রেপ্তার 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ (৬০) হত্যা মামলার আসামি আতশি বেগম (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সকালে  আতশি বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ছাতারিয়া এলাকার ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। সে সময় আজিজ সরদার ঝগড়া থামাতে যান।

এ সময় আতশী বেগম উত্তেজিত হয়ে আজিজ সরদারকে ধাক্কা দিলে কোদালের ওপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। কোদালের ওপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত আজিজ এর স্ত্রী শিরিনা বেগম ১২ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে পাশ্ববর্তী আদ্রা গ্রাম থেকে আতশী বেগমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, আব্দুল আজিজ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়