শিরোনাম
◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল! ◈ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন ◈ তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার! ◈ ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার রাণীগ্রাম বাজার এলাকায় গভীর গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হানিফ বাবু এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, রবিবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত ভোর রাত পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের পিছরের থাই গ্লাস ভেঙে ভেতরে  পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। আগুন লাগিয়ে পালিয়ে গেছেন তারা। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্ছু বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়