প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) সংবাদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বিপুল মন্ডলের (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ সোমবার সকাল সাতটার দিকে কোটালীপাড়া -পয়সারহাট খালের গচাঁপাড়া নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিপুল মন্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গঁচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।
জানা গেছে, শনিবার প্রতি দিনের মতো সন্ধ্যায় বিপুল মন্ডল গচাপাড়া গ্রাম সংলগ্ন খালের সুঁইচ গেটের পাশে জাল দিয়ে মাছ ধরতে যায়। বিপুল মন্ডল রাতে বাড়ীতে ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ওই খালে খুঁজতে যায়।খালে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়। ওই দিন থেকেই বিপুল মন্ডল নিখোঁজ ছিলো।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত লাশটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিপুল হৃদরোগের রোগী ছিলো বলে তার পরিবার জানিয়েছে।ধারণাকরা হচ্ছে মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে সে মারা যায়। তার সুরহাতাল রিপোর্টে কোন আলামত পাওয়া যায়নি।বিপুলের পরিবারেরর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার কারনে লাশটির ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :