এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৪ ঘন্টা ব্যাপী চলা এ অভিযানে ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপ করার জায়গা বুঝে নেওয়া হয় এবং ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
এসময় অবৈধভাবে সড়ক দখল করায় ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি )হুছাইন মুহাম্মদ জানান নির্দেশনা না মেনে পুনরায় অবৈধ দোকান স্থাপন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :