তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে বাদীপক্ষের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করতে গিয়ে আসামী পক্ষের দুইজন গ্রামবাসীর হাতে আটক হয়েছে। শনিবার রাত জনতার হাতে আটকৃতরা হলেন, উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মো. রাসেল (২২) এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মো.রাসেল মিয়া (২৪) ।
এসময় আটকৃতদের সাথে একাধিক লোক থাকলে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ৩টি মোটর সাইকেল আটক করে পুলিশের জিম্মায় দেয় গ্রামবাসী। এর আগে রাতে আদালতের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছয়জন আসামীকে আটক করে সরাইল থানা পুলিশ।এরা হলেন,জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫), মানজু মিয়া (৪৮), সোহেল মিয়া (৩০), ইছা মিয়া (৪৮) আল ইমরান (২২) এবং নান্নু মিয়া (৫০)।
স্হানীয়রা জানান, জায়গা নিয়ে জয়ধরকান্দি গ্রামের দুলাল মিয়ার সঙ্গে আবদুর রহমানের বিরোধ চলে আসছে। মামলাও হয়েছে একাধিক। শনিবার রাতে রাসেলের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক জয়ধরকান্দি গ্রামে যান। তারা বাদী পক্ষের লোকজনকে নাজেহাল করতে থাকে।
পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে তাদের মর্ধ্যে দুইজনকে আটক করে । অন্যরা পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ জয়ধরকান্দি গ্রামে গিয়ে জনতার হাতে আটকদের থানায় নিয়ে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন,‘ একটি মামলা আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা ছয়জন আসামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আসামীর স্বজনরা বাদীর এলাকায় গেলে ২ জন আটক করে স্হানীয়রা।
পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। ছয়জনকে সিআর মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।
জনতার হাতে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :