আনোয়ারায় ডাকাতির মামলায় ১ জন গ্রেফতার
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় সম্রাট গ্রুপের সদস্য মহিউদ্দিন মুহিনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
শনিবার বিকেলে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন মুহিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাঠা গ্রামের ওসমান গনির বাড়ির মোঃ কামালের ছেলে। জানা যায়, গত ১৮ জানুয়ারি রাত ২ টার দিকে আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামে ডাকাতি করতে গেলে ডাকাতির সরঞ্জামসহ হাতে নাতে ৪ জনকে আটক করে পুলিশ। এসময় ডাকাত দলদের বহনকারী একটি সিএনজি জব্দ করা হয়। এবং ডাকাত দলদের বহনকারী অপর কালো রংয়ের একটি মাইক্রো বাসে থাকা ১০-১২ জন পালিয়ে যায়।
এ ঘটনায় আনোয়ারায় থানায় একটি ডাকাতির মামলা হয়। মামলার তদন্তে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় সম্রাট গ্রুপের সদস্য মহিউদ্দিন মুহিনকে গ্রেফতার করা হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ডাকাতির মামলার ঘটনায় জড়িত থাকায় মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।