শিরোনাম
◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি 

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমামকে কোন ধরনের নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও মুসল্লিরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা জানান, অধ্যক্ষের এই দপক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা বলেন, ইমাম একজন সৎ ও যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাকে অন্যায়ভাবে সরানো হয়েছে।স্থানীয় মুসল্লিরাও এই বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, "মসজিদ সবার জন্য উন্মুক্ত।  অধ্যক্ষের এই হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না।

এই ঘটনায় কলেজের পরিবেশ উত্তপ্ত ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় কুমিল্লা মহানগরের হেফাজতে ইসলামের সভাপতি মুফতী সামছুল ইসলাম জিলানীর নেতৃত্বে ওলামা মাশায়েক পরিষদ ও সমন্বয়ক সহ বিএনপির নেতৃবৃন্দরা ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য ধরে রাখতে মসজিদের ইমামকে পুনঃ বহাল রাখার দাবি ও কলেজ অধ্যক্ষকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে সরে আসতে জেলা প্রশাসক আমিরুল কায়ছারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়