শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি 

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমামকে কোন ধরনের নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও মুসল্লিরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা জানান, অধ্যক্ষের এই দপক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা বলেন, ইমাম একজন সৎ ও যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাকে অন্যায়ভাবে সরানো হয়েছে।স্থানীয় মুসল্লিরাও এই বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, "মসজিদ সবার জন্য উন্মুক্ত।  অধ্যক্ষের এই হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না।

এই ঘটনায় কলেজের পরিবেশ উত্তপ্ত ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় কুমিল্লা মহানগরের হেফাজতে ইসলামের সভাপতি মুফতী সামছুল ইসলাম জিলানীর নেতৃত্বে ওলামা মাশায়েক পরিষদ ও সমন্বয়ক সহ বিএনপির নেতৃবৃন্দরা ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য ধরে রাখতে মসজিদের ইমামকে পুনঃ বহাল রাখার দাবি ও কলেজ অধ্যক্ষকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে সরে আসতে জেলা প্রশাসক আমিরুল কায়ছারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়