কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে । শনিবার দিবাগত রাতে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে শীলকুপ থেকে সাজা প্রাপ্ত আসামি সাবেক ইউপি সদস্য গ্রেফতার মো. আব্দুর রহিম প্রকাশ রহিম মেম্বার (৪০) কে,অপরদিকে কালীপুরের গুনাগরী খাসমহল এলাকা হতে নাশকতা মামলার আসামি মোঃ রহিম (৩৮)কে গ্রেফতার করেছে।
শীলকূপের মনকিচর এলাকা হতে গ্রেফতারকৃত আসামী সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনকিচর গ্রামের মো. মোস্তফার ছেলে। অপরদিকে কালীপুরের গুনাগরী খাসমহল এলাকা হতে নাশকতা মামলার আসামি মোঃ রহিম (৩৮) সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর দক্ষিণ সাধনপুর এলাকার মোঃ কাঞ্চন এর ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান শনিবার রাতে গোপন সংবাদে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শীলকুপ ও কালীপুর এলাকা হতে দু,আসামিকে গ্রেফতার করে । রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে আসামীদেরকে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :