শিরোনাম
◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে এক কারখানা মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে এক চানাচুর কারখানার মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি দিনাজপুর শহরের চাউলিয়া পট্টি এলাকার আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৫৫) বলে জানা গেছে। গত ৮ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পিপল্যা ঢেড়াপাটিয়া নামক এলাকায় নিজ চানাচুর কারখানা থেকে তার রক্তাক্ত মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় ও এলাকা বাসী সূত্রে জানা গেছে,  নিহত জাকির হোসেন দীর্ঘ দিন ধরে পিপল্যা ঢেড়াপাটিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশে নিজ কারখানায় চিপস ও চানাচুর তৈরী করে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মত নিহত জাকির হোসেনে তার কারখানায় আসে। সারাদিন পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে না সন্ধ্যায় আত্মীয় এনায়েত হোসেন কে কারখানায় পাঠিয়ে দেয়। এনায়েত হোসেন কারখানায় খোজ করতে আসলে কারখানার দরজা খোলা  ও  অন্ধকার ঘরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন ছুটে আসে এবং পরিবারের লোকজন এসে জাকির হোসেনের লাশ সনাক্ত করে। বিরল থানা পুলিশ নিহত জাকির হোসেনের মরদেহটি উদ্ধার করে।

রোববার দুপুরে ময়না তদন্ত শেষে দিনাজপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিহত জাকির হোসেনের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা মালিক জাকির হোসেনের খুনের কারণ জানা যায়নি। তবে এ খুনের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সরবুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়