এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন ও ০৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা উপজেলা প্রশাসন। ৮ই ফেব্রুয়ারী (শনিবার) আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোড ডিভাইডারের ব্যবস্থা করা হয়, আরও কিছু স্পট নির্ধারণ করা হয় রোড ডিভাইডার দেওয়া জন্য।
এছাড়াও বাসচালক, সিএনজিচালক ও দোকানদারসহ ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ও সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপ করার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান নির্দেশনা না মানা হলে পুনরায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :