শিরোনাম
◈ আপিল বিভাগের রায়: ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা ◈ শেখ হাসিনার অপরাধের তদন্ত শেষ পর্যায়ে, এপ্রিল মাসে শুরু হচ্ছে বিচার ◈ ওয়ানডে বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ◈ বিএসএফের হাতে ১ বছরে ২৬০১ বাংলাদেশি গ্রেপ্তার ◈ তিনদিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের ◈ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল ◈ আইসিসি যেন ভারতীয় ক্রিকেট বোর্ড: অ্যান্ডি রবার্টস ◈ ট্রাম্পের বলদর্পিতা কীভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ শক্তিশালী করবে? ◈ আইসিইউতে আছে পাকিস্তানের ক্রিকেট: শহিদ আফ্রিদি ◈ তাসকিন ও মুস্তাফিজ আইপিএল খেলবেন, অথচ বিসিবির কাছে এখনো এনওসি চাননি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হাটহাজারীতে ৫০০ বছরের পুরোনো মাজার ভাঙার চেষ্টা

চট্টগ্রামের হাটহাজারীতে ৫০০ বছরের পুরোনো শাহ মনোহর (ক.) মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রায় ৫০০ বছরের পুরোনো এ মাজারটি ভাঙার জন্য এসে এলাকাবাসীর বাধার মুখে পালিয়ে যায় হামলাকারীরা। শাহ সুজার বংশধর শাহ মনোহর প্রায় ১৬০০ শতাব্দীতে চট্টগ্রামের হাটহাজারীর ধলই এলাকায় আস্তানা গড়ে তোলেন। পরে শাহ মনোহরকে সেখানে দাফন করা হয়। প্রায় ৫০০ বছর আগে বেশ কিছু নিদর্শন সেখানে এখনো রয়েছে। 

স্থানীয় মোহাম্মদ মহিউদ্দিন খবরের কাগজকে বলেন, 'রাতে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালাতে এসেছিল। কিন্তু মসজিদের খাদেম টের পেয়ে মাইকে ঘোষণা করেন। এর পর এলাকাবাসী চারদিক থেকে ঝাঁপিয়ে পড়েন।' 

স্থানীয় মোহাম্মদ বখতিয়ার জানান, 'মাজারের গিলাফে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসীর তোপের মুখে পালাতে বাধ্য হয় হামলাকারীরা। পরে সারা রাত পাহারা দেয় এলাকার লোকজন। দুর্বৃত্তরা সুযোগ পেলে মাজারে আগুন ধরিয়ে দিত। কিন্তু এলাকাবাসী সজাগ থাকায় তা সম্ভব হয়নি।'

জানা গেছে, প্রতিবছর ২২ মাঘ বা ৫ ফেব্রুয়ারি এই মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস হয়। সেখানে ওই ব্যাপক ভক্তের সমাগম হয়। কয়েক দিন আগে ওরস সম্পন্ন হয়েছিল। ওই মাজারে প্রাচীন ঢাল-তলোয়ার, পাগড়ি ও বিভিন্ন প্রাচীন দলিল রয়েছে। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, 'ধলই ইউনিয়নের পশ্চিম ধলই সফিনগর গ্রামের হযরত শাহ মনোহর (ক.)-এর মাজার ভাঙতে আসার খবরটি আমি শুনেছি। কিন্তু যারা ভাঙতে এসেছে, তাদের চিনতে পারেনি এলাকাবাসী। চিনতে পারলে ব্যবস্থা নেওয়া যেত।' 

  • সর্বশেষ
  • জনপ্রিয়