শিরোনাম
◈ তিস্তা নিয়ে সরকারের ৬ সিদ্ধান্ত জানালেন আসিফ মাহমুদ ◈ আত্মগোপনে থাকা সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেপ্তার ◈ মোদীর সকল শর্তই প্রত্যাখান করলো বাংলাদেশ! (ভিডিও) ◈ ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে: গয়েশ্বর ◈ আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না: সিলেটে জামায়াত আমির (ভিডিও) ◈ যুক্তরাজ্যেও হতাশ আওয়ামী লীগ, খুলল না লন্ডন হাইকমিশনের গেট, সরিয়ে দিল পুলিশ! (ভিডিও) ◈ গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◈ ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩ ◈ নতুন কর্মসূচি ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৪৬

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আছেন ৪০ জন।

আজ রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাঁদের আটক করে।

তিনি আরও জানান, গতকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের লোক রয়েছেন ৪০ জন।

তিনি আরও জানান, আটকদের মধ্যে কাপাসিয়া থানায় রাজনৈতিক নেতা-কর্মী রয়েছেন ১১, শ্রীপুর থানায় ১৯, জয়দেবপুর থানায় ৯, কালিয়াকৈর থানায় ৩ ও কালীগঞ্জ থানায় ৭ জন। তাঁদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতাও আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনো আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়