শিরোনাম
◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি ◈ ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই ◈ অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের: আসিফ নজরুল

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই

ফরিদপুরের সালথায় গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে চার কৃষকের বাড়িতে আগুন লেগে অন্তত ১০টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে পুরুরা মৃধাপাড়া গ্রামের আহম্মেদ মোল্যার বসতঘরের পাশে বসে গ্যাসলাইট নিয়ে খেলছিল ২-৩ জন শিশু।

একপর্যায়ে ওই শিশুদের হাতে থাকা গ্যাসলাইটের ফায়ারে আহম্মদ মোল্যার ঘরের বেড়ায় আগুন ধরে যায়। পরে ওই আগুন আশপাশের বসতঘরসহ রান্নাঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে আহম্মদ মোল্যার ৪টি, আসাদ মোল্যার ২টি, মোস্তফা মোল্যার ৩টি, আমিনুর মোল্যার ১টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

এ ছাড়া এসব ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ ধান-পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ৩০-৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবি করেন তারা।
এদিকে স্থানীয়রা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক। কৃষিকাজ করেই চলে তাদের সংসার।

হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় অসহায় পরিবারগুলো। তাদের গায়ের কাপড় ছাড়া আর কিছুই রইল না। এখন থেকে তাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
সালথা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. রাজু আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে ততক্ষণে ৪ পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়