শিরোনাম
◈ বাংলাদেশের পাঠ্যপুস্তকে ‘অরুণাচল’ ও ‘আকসাই চীনকে’ ভারতের অংশ দেখানোয় চীনের আপত্তি ◈ জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি  ◈ ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক ◈ বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো ◈ রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস আলম (ভিডিও) ◈ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ◈ ৬৪ জেলায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ◈ শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট ◈ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ মাস্টারমাইন্ড বিশ্বাস করি না, ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থান: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ‘ব্যাঙ্গ’ করে ডাকায় বিরোধ ছুরিকাঘাতে কিশোরকে হত্যা

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে ছুড়িকাঘাতে এক কিশোরকে হত্যা এবং আরও এক কিশোর আহত হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ‘ব্যাঙ্গ’ করে নাম ধরে ডাক দেওয়াকে কেন্দ্র করে মো.কাউছার (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে; এ ঘটনায় কাইয়ুম নামে আরও এক কিশোর আহত হয়। শুক্রবার সন্ধ্যায় চান্দেরচর ইউনিয়নের তাতুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হোমনা থানা পুলিশ।

থানা সূত্রে আরও জানা যায়, গত ২ ফেব্রæয়ারি সকাল এগারোটায় শায়খ ও ইমন চান্দেরচর ফার্নিচার দোকানের সামনে দিয়ে চান্দেরচর আলিয়া মাদ্রাসায় যাচ্ছিল। তখন নাজমুল তার বন্ধু সাব্বিরকে সাবরী বলে ডাক দেয়। এসময় শায়খ মনে করে তাকেই ব্যাঙ্গ করে সাবরী বলে ডাক দেয়।এটি নিয়ে কাউসার,কাইয়ূম, নাজমুল ও সাইদুলের সঙ্গে শায়খ এবং ইমনের কাথাকাটাকাটি হয়। গত শুক্রবার চান্দেরচর আলিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতহয়। সেখানে শাহাদত ও ইমনও আসে।এসময় কাউছার, কাইয়ূম, নাজমুল এবং সাইদুলের সঙ্গে ওয়াজের স্থলে দেখা হলে পূর্ব শত্রæতার জের ধরে আবারও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

শাহাদত একপর্যায়েকাউছারের বুক বরাবর ছুড়ি দিয়ে ঘাই দেয়; এবং ইমনও কাইয়ুমের পেটে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে দুজনেই আহত হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে কাউছারকে হোমনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।ঢাকা নেওয়ার পথে সাইনবোর্ড এলাকায় যাওয়ার পর পথিমধ্যে কাউছারের মৃত্যু হয়। 

সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় স্বজনরা পুনরায় তাকে হোমনা উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্খ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, মো.কাউছারের অবস্থা খুবই গুরুতর ছিল। ক্ষত বেশি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

এবিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম  বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়