রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ১৫-২০ জন লোক এ হামলা চালায় বলে জানা গেছে। এ সময় ৬০-৭০টি চেয়ার ও বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। খবর: আজকের পত্রিকা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন জানিয়েছেন, নামাজের সময় গানবাজনা করার অভিযোগ তুলে এ হামলা চালানো হয়। তিনি বলেন, ‘১৫-২০ জন রড ও লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। তারা কারও সঙ্গে কথা না বলেই ভাঙচুর শুরু করে।
হামলার সময় অভিযোগ তোলা হয়, ‘নামাজের সময় নাকি গানবাজনা চলছিল। আসলে নামাজের সময় গানবাজনা হয়নি। জোহর ও আসরের সময় নামাজের জন্য অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল।’
কারা হামলা চালিয়েছে এ প্রশ্নে ‘আমি কাউকে চিনি না’ জবাব দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি বলেন, ‘থানায় জানানো হয়েছে। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে।’ অভিযোগ করবেন কি না জানতে চাইলে বলেন, ‘কলেজ গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশের টিম ফিরলে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে পারব। এ ব্যাপারে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করতে পারেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :